• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

বিচ্ছিন্নতাবাদীদের গোলায় ইউক্রেনের দুই সেনার মৃত্যু


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২০, ২০২২, ০১:০০ পিএম
বিচ্ছিন্নতাবাদীদের গোলায় ইউক্রেনের দুই সেনার মৃত্যু

চলমান উত্তেজনার মধ্যেই রাশিয়া-সমর্থিত বিচ্ছিন্নতাবাদীদের গোলার আঘাতে ইউক্রেনের দুই সেনা নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরও চারজন।

শনিবার (১৯ ফেব্রুয়ারি) বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এ সপ্তাহে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে সরকারি বাহিনীর কয়েকবার সংঘর্ষ হয়। এতে ইউক্রেনে রুশ সামরিক অভিযান শুরুর শঙ্কা তৈরি হয়েছে।

ইউক্রেনের সামরিক বাহিনী জানিয়েছে, বিচ্ছিন্নতাবাদীরা ভারী কামান ব্যবহার করে সীমানা বিভাজনকারী রেখার সম্মুখ বরাবর ৩০টির বেশি বসতিতে গোলাবর্ষণ করেছে। 

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির পার্টির একজন মুখপাত্র শনিবার পৃথক এক বিবৃতি দিয়ে বলেছেন, একদল আইনপ্রণেতা ও বিদেশি গণমাধ্যমের প্রতিনিধি সংঘর্ষস্থল যখন পরিদর্শন করছিলেন, তখন তারাও হামলার মুখে পড়েন। পরে তাদের একটি আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়।

বিচ্ছিন্নতাবাদীরা ইউক্রেনের বিরুদ্ধে বিচ্ছিন্নতাবাদী নিয়ন্ত্রিত এলাকায় গোলাবর্ষণের অভিযোগ তুলে বলেছে, ইউক্রেনের সেনাবাহিনী গোলা ছুড়লে তারা পাল্টা প্রতিক্রিয়া জানায়।

Link copied!